ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের বৃদ্ধি অব্যাহত

প্রকাশিত: ০৪:১১, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজারে সূচকের বৃদ্ধি অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার উভয় বাজারে ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। দিনভর সূচকের ওঠানামা করলেও শেষ পর্যন্ত সূচক ছিল উর্ধমুখী। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে দশমিক ১৫ শতাংশ বা ৭ পয়েন্ট। অপর বাজার সিএসইতে প্রধান সূচক বেড়েছে ৫ পয়েন্ট। বাজার পর্যালোচনায় দেখা গেছে, দিনটিতে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টি কোম্পানির শেয়ারের। আর দর কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পরে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। বুধবারে যার পরিমাণ ছিল ৪৭১ কোটি ২২ লাখ টাকার শেয়ার। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, আমান ফিড, স্কয়ার ফার্মা, কাসেম ড্রাইসেল ও এমারেল্ড ওয়েল। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : অগ্রণী ইন্স্যুরেন্স, ৪র্থ আইসিবি, লাফার্জ সুরমা সিমেন্ট, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম লিমিটেড, গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ড, ফু-ওয়াং সিরামিক, জিপিএইচ ইস্পাত, এইমস ১ম মিউচুয়াল ফান্ড ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : জেমিনি সী ফুড, লিব্রা ইনফিউশন, ডিবিএইচ, জনতা ইন্স্যুরেন্স, কে এ্যান্ড কিউ, মডার্ন ডাইং, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ, ঝিল বাংলা ও সন্ধানী ইন্স্যুরেন্স। এদিকে ঢাকার বাজারের মতো দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব ধরনের সূচক বেড়েছে। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইর সার্বিক সূচকটি ১০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ১৬৮ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ কোটি ৯০ হাজার টাকা। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, জিপিএইচ ইস্পাত, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইফাদ অটোস, সামিট পাওয়ার, ফু-ওয়াং সিরামিকস, আইডিএলসি ও রিজেন্ট টেক্সটাইল।
×