ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:১২, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

 ইউনাইটেড ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। ইউনাইটেড ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ এপ্রিল রাজধানীর ইস্কাটন রোডে অবস্থিত ঢাকা লেডিস ক্লাবে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ। ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ৩৪ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় হয়েছে ২.২২ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার সিনোবাংলার লভ্যাংশ নির্ধারণী সভা ২৫ ফেব্রুয়ারি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ব্যাংকের পর্ষদ সভা। ওই দিন বিকেল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রে আরও জানা গেছে, বৈঠকে ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুযায়ী সভাটি করবে। এই ব্যাংকটি ১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×