ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইসিটি খাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ প্রস্তাব

প্রকাশিত: ০৪:১৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

আইসিটি খাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে আইসিটি খাতে বিপুল পরিমাণে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। দু’দেশের বাণিজ্য ব্যবধান কমাতে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ৪,৮০০টি পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদান করেছে। বাংলাদেশের মোট রফতানির ৯০ ভাগ এখন শুল্কমুক্ত রফতানি সুবিধা পাচ্ছে। মন্ত্রী বলেন, বাংলাদেশের ঢাকা ইপিজেড-এ দক্ষিণ কোরিয়ার অনেক বিনিয়োগ রয়েছে। চট্টগ্রাম কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) কোরিয়ার ২২টি কারখানায় প্রায় ৫৫ হাজার কর্মী কাজ করছে এবং প্রায় ৪০০ মিলিয়ন ইউএস ডলার রফতানি হচ্ছে। বাংলাদেশে এখন বিনিয়োগের জন্য খুবই উপযোগী। বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের আকর্ষণীয় সুযোগ সুবিধা দিচ্ছে। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়লে উভয় দেশ উপকৃত হবে এবং বাণিজ্য ব্যবধান কমবে। বাণিজ্যমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সেউং-ডুর সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের এ সব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছে। কেইপিজেডের জটিলতা দূর হলে বাংলাদেশই বেশি লাভবান হবে। বিভিন্ন লেদার ফ্যাক্টরি এবং স্যামসাংসহ দক্ষিণ কোরিয়ার বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করবে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদার। দক্ষিণ কোরিয়া বাংলাদেশে বিনিয়োগ করেছে, আগামীতে বিপুল পরিমাণ বিনিয়োগ করবে। পটুয়াখালী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ দ্য পটুয়াখালী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা (২০১৫) বৃহস্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী ক্লাবের টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। পটুয়াখালী চেম্বারের সভাপতি মোঃ মতিয়ার রহমান সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম অদুদ, সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, পরিচালক আমিনুল হক আহসান, সাবেক সভাপতি আবু মিয়া, সাবেক সহ-সভাপতি গাজী হাফিজুর রহমান শবির, গাজী মিজানুর রহমান সাঈদ প্রমুখ। সভায় বিগত সাধারণ সভার (২০১৩) মন্তব্য পাঠ, সভাপতির প্রবন্ধ উপস্থাপন, ২০১৪-১৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট উপস্থাপন, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, ২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ ও অনুমোদন ও পরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সদস্যদের সম্মানে মধ্যাহ্নভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামিমুল হক ছিদ্দিকী।
×