ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দনিয়া সাংস্কৃতিক জোটের ভাষা দিবসের আয়োজন

প্রকাশিত: ০৪:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

দনিয়া সাংস্কৃতিক জোটের ভাষা দিবসের আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও অমর একুশের অনুষ্ঠানমালার আয়োজন করতে যাচ্ছে দনিয়া সাংস্কৃতিক জোট। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকাল ৪ টায় দনিয়ার নতুন এ কে স্কুল এ্যান্ড কলেজের শহীদ মিনারে ভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন হবে। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত। এ উপলক্ষে এক রঙ্গিন উৎসবে সেজেছে দনিয়ার সাংস্কৃতিক কর্মীরা। উৎসবে প্রতিবারের মতো এবারও থাকছে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, পথনাটক। অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে জোটের সভাপতি মোঃ শাহনেওয়াজ জনকন্ঠকে জানান, অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন। দনিয়ার জনসাধারণ এখন এমন ধরনের অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। ধীরে ধীরে তারা সংস্কৃতির মূল ধারার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এ জন্য আমরা প্রতিনিয়ত এখন নিজেদের আরও প্রসারিত করার সুযোগ পাচ্ছি। জোটের সাধারণ সম্পাদক ইকবাল হাফিজ জানান জোটের সদস্য সংখ্যাও দিনে দিনে বাড়ছে আর তাতেই স্পষ্ট হচ্ছে যে দনিয়া জোটের কার্যক্রম দিনে দিনে বাড়ছে এবং এর সঙ্গে সম্পৃক্ততাও বেড়ে চলেছে। ভাষা দিবসের দুই নাটকে সুহৃদ জাহাঙ্গীর সংস্কৃতি ডেস্ক ॥ আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালায় প্রচারিতব্য দুই নাটকে অভিনয় করেছেন সুহৃদ জাহাঙ্গীর। হাসান শিকদার ও শৌর্য দীপ্ত সূর্যের যৌথ পরিচালনায় নির্মিত নাটক দুটি হলো- ‘ওঙ্কার’ ও ‘নৈশব্দ যোদ্ধা’। এর মধ্যে ‘নৈশব্দ যোদ্ধা’ আজ শুক্রবার রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে। তারকাবহুল নাটক দুটির চিত্রায়ন হয়েছে ঢাকা ও ঢাকার বাইরের মনোরম লোকেশনে। ‘ওঙ্কার’ নাটকে সুহৃদ জাহাঙ্গীর অভিনয় করেন নৃপেন চরিত্রে। আর শৌর্য দীপ্ত সূর্য রচিত ‘নৈশব্দ যোদ্ধা’ নাটকে সুহৃদ জাহাঙ্গীর অভিনয় করেন বুলেট চরিত্রে। এই দুটি ছাড়াও সুহৃদ জাহাঙ্গীর অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারের অপেক্ষায় আছে। নাটকও ছাড়াও তিনি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন। এছাড়া তিনি নিয়মিতভাবে চলচ্চিত্র বিষয়ে লেখালেখি করেন। বাজারে তাঁর রচিত ও সম্পাদিত দুটি বই আছে। তবে তিনি নিয়মিত অভিন করতে চান ।
×