ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা মা গ্রুপের আয়োজনে বৈশাখী মেলা শুরু হচ্ছে ১১ এপ্রিল

প্রকাশিত: ২১:৩৯, ১৯ মার্চ ২০১৬

বাংলা মা গ্রুপের আয়োজনে বৈশাখী মেলা শুরু হচ্ছে ১১ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ ‘গ্রীন ঢাকা ক্লীন ঢাকা’ স্লোগানে ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে বৈশাখী মেলা। রাজধানীর ধানমন্ডি কলাবাগান মাঠে ৭ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে বাংলা মা গ্রুপ। মেলার প্রস্তুতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন বাংলা মা গ্রুপের চেয়ারম্যান নুপুর ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় ঘোষ, প্রকল্প পরিচালক শেখ মাহ্ফুজ, উপদেষ্টা আহমেদ কামরুল মোরশেদ, ভাস্কর রাশা প্রমূখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ৬৪ স্টলে থাকবে দেশের ৬৪ টি জেলার লোকজ ঐতিহ্য। থাকবে কবিগান, পটগান, পুথি পাঠ, কাওয়ালী, নাচ, যাদু, কৌতুক সহ নানা আয়োজন। মেলার উদ্বোধনী দিনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৫ শিল্পী ও ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হবে। ১২ এপ্রিল থাকবে আদিবাসি সম্প্রদায়ের বৈশাখী ও বিজু উৎসব। মেলা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। মেলা মঞ্চে প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, সুজলা-সুফলা শষ্য শ্যামলা এই বাংলাদেশ আমাদের গর্ব। মেলায় আমাদের ইতিহাস ও ঐহিত্যকে তুলে ধরতে চাই। সংবাদ সম্মেলন শেষে ঘোড়ার গাড়ী ও ব্যান্ড প্রমোটার দিয়ে মেলার প্রচারণা শুরু হয়।
×