ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিজাল ব্যাংকের সেই ম্যানেজারের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০০:৫৪, ১৯ মার্চ ২০১৬

রিজাল ব্যাংকের সেই ম্যানেজারের বিরুদ্ধে মামলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আরসিবিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো এবং তার সহকারীর বিরুদ্ধে স্বাক্ষর জাল করে অ্যাকাউন্ট খোলার অভিযোগে মামলা করেছেন উইলিয়াম গো নামে এক ব্যবসায়ী। শনিবার মামলাটি দায়ের করা হয়। গতকাল শুক্রবার বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিলিপিন্সের রিজাল ব্যাংকের জুপিটার স্ট্রিটের ম্যানেজার মায়া সান্তোস দেগুইতোসহ পাঁচজনকে তলব করে দেশটির বিচার বিভাগ। অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের করা মামলায় তাদের তলব করা হয়। আগামী ১২ ও ১৯ এপ্রিল মায়াসহ অভিযুক্ত পাঁচজনকে প্রয়োজনীয় নথি ও সাক্ষীসহ হাজির হওয়ারও নির্দেশ দিয়েছে বিচার বিভাগ। এর আগে বৃহস্পতিবার অর্থ চুরির ঘটনায় সিনেট কমিটির দ্বিতীয় শুনানিতে অংশ নেন ব্যাংকের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো।
×