ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএসইর পিই রেশিও কমেছে

প্রকাশিত: ০৪:১৮, ২০ মার্চ ২০১৬

ডিএসইর পিই রেশিও কমেছে

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ১৮ পয়েন্ট বা ১ দশমিক ২৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও ১৪ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে; যা আগের সপ্তাহে ছিল ১৪ দশমিক ৯২ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে। সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৮ দশমিক ৬ পয়েন্ট, সিরামিক খাতের ২৩ দশমিক ৭ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৯ দশমিক ১ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩২ দশমিক ৮ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুত খাতের ১২ দশমিক ৮ পয়েন্ট, সাধারণ বীমা খাতের ১১ পয়েন্টে পয়েন্ট। -অর্থনৈতিক রিপোর্টার ডাচ বাংলা ব্যাংকের এজিএম ৩০ মার্চ ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে জানা গেছে, এজিএম অনুষ্ঠিত হবে ওইদিন সকাল ১০টায়। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এই এজিএম অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×