ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এস আলম কোল্ড রোল্ড স্টিলের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:২১, ২০ মার্চ ২০১৬

এস আলম কোল্ড রোল্ড স্টিলের লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে প্রতিষ্ঠিত এস আলম গ্রুপ শিল্প প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা শনিবার চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আবদুস সামাদ। সভায় গেল বছরের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় কোম্পানির নিট বিক্রয়ের পরিমাণ এবং কর পরবর্তী মুনাফা ও ইপিএস অর্জিত হওয়ার বিষয়টি প্রকাশ করা হয়। সভায় শেয়ারহোল্ডারদের পক্ষে কোম্পানির কর্মকা-ে সন্তোষ প্রকাশ করা হয় এবং যুগোপযোগী কৌশল প্রয়োগের মাধ্যমে কোম্পানির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। সভায় চলতি বছর স্পন্সর পরিচালক পদে আবারও আবদুস সামাদকে পুনর্নির্বাচিত করা হয়। এছাড়া নাসির উদ্দিন আহমেদ আইসিবি নমিনি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পরিচালিত পদে নির্বাচিত হয়। সাধারণ বিনিয়োগকারী পরিচালক পদে নির্বাচিত হন মিসেস হালিমা বেগম। ফারমার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান চিশতী সম্প্রতি দি ফারমার্স ব্যাংক লিমিটেডের ষষ্ঠ পর্ষদ সভা ব্যাংকটির চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পর্ষদ সভায় অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন মাহাবুবুল হক চিশতী (বাবুল চিশতী)। বীর মুক্তিযোদ্ধা বাবুল চিশতী ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি এমইএস, বাংলাদেশ রাইফেলস্, গাজীপুর অস্ত্র কারখানা এবং চট্টগ্রাম বন্দরের সঙ্গে ব্যবসায়িক কর্মকা-ে জড়িত। - বিজ্ঞপ্তি ভারতে ১০ কোটি ডলার লগ্নির ঘোষণা সিস্কোর ভারতে ১০ কোটি ডলারেরও (৬৭০ কোটি ভারতীয় টাকা) বেশি লগ্নির পরিকল্পনা ঘোষণা করল সিস্কো। গত শুক্রবার নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটির চেয়ারম্যান জন চেম্বার্স। প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া নিয়ে কথা হয় দু’জনের। আলোচনা হয় সাইবার নিরাপত্তা প্রসঙ্গেও। ভারতে ইতোমধ্যেই ১০ হাজার কর্মী নিয়োগ করা বহুজাতিকটির দাবি, মোট ১০ কোটির মধ্যে ৪ কোটি ডলারই নতুন ব্যবসা শুরুর তহবিল জোগাতে ঢালবে তারা। ২০২০ সালের মধ্যে ব্যবস্থা করবে আড়াই লাখ পড়ুয়ার প্রশিক্ষণের। এ দেশে ৬টি উদ্ভাবনী কেন্দ্র এবং ৩টি দক্ষতা বৃদ্ধির কেন্দ্র গড়ারও প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। গ্রামে নেট পরিষেবা পৌঁছানোর পরিকাঠামো গড়তে অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গেও চুক্তি করেছে তারা। এ দিনই আবার ভারতে ৪ কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছে বিমান নির্মাতা এয়ারবাস। -অর্থনৈতিক রিপোর্টার বরিশালে নভোএয়ার উদ্বোধন উপলক্ষে রোড-শো বেসরকারী বিমান পরিবহন সংস্থা নভোএয়ারের ঢাকা-বরিশাল রুটে উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে নগরীতে হাতি, ঘোড়া ও বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য রোড-শো অনুষ্ঠিত হয়েছে। নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু হয়ে রোড-শোটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রোড-শো’র উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নভোএয়ারের বরিশালের স্টেশন ইনচার্জ নেওয়ান মাহামুদ, বরিশালের মার্কেটিং ইনচার্জ মোঃ আরেফিন ইসলাম প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকা-বরিশাল রুটে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করবে নভোএয়ার। নভোএয়ার বরিশাল শাখার মার্কেটিং ইনচার্জ মোঃ আরেফিন ইসলাম জানান, পুরো এপ্রিল মাসজুড়ে একটি বিমান টিকেটের সঙ্গে আরেকটি টিকেট ফ্রি প্রদান করা হবে। এছাড়া প্রাথমিকভাবে নভোএয়ার বরিশাল-ঢাকা আকাশ পথে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে। -স্টাফ রিপোর্টার, বরিশাল
×