ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় যুব মহিলা হ্যান্ডবল শুরু আজ

প্রকাশিত: ০৪:৩৯, ২০ মার্চ ২০১৬

জাতীয় যুব মহিলা হ্যান্ডবল শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের খেলোয়াড়দের বাইরে রেখে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে রবিবার থেকে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ১২ দল নিয়ে শুরু হচ্ছে ‘লোটো তৃতীয় জাতীয় যুব মহিলা (অনুর্ধ ১৯) হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ।’ টুর্নামেন্ট উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। টুর্নামেন্টে অংশ নেবে নওগাঁ, জামালপুর, যশোর, বাগেরহাট, নড়াইল, ময়মনসিংহ, পঞ্চগড়, রাঙামাটি, দিনাজপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা। যেহেতু জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা খেলতে পারছেন না, তাই গতবারের চ্যাম্পিয়ন এ বিজেএমসি টুর্নামেন্টে খেলছে না। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর শনিবার ফেডারেশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করলেন তাদের এ উদ্যোগ নেয়ার নেপথ্য কারণ, ‘আমরা চাই কিছু নবীন প্রতিভা বেরিয়ে আসুক, প্রতিযোগিতার মানটা হোক সমান, জাতীয় দলের খেলোয়াড়রা তো পরীক্ষিত। তারা যখন খেলে তখন তাদের সঙ্গে নবীনরা পেরে ওঠে না। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি লেভেল প্লেয়িং ফিল্ডে সেরাটা খেলবে নবীনরা।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লোটোর বিপণনকারী প্রতিষ্ঠান এক্সপ্রেস লেদার প্রোডাক্টসের ব্যবস্থপনা পরিচালক কাজী জামিল ইসলাম, টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান জোবেরা রহমান লিনু, কমিটির সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। মালিঙ্গার পরিবর্তে ভ্যান্ডার্সে স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কান পেস তারকা লাসিথ মালিঙ্গার পরিবর্তে তরুণ লেগ স্পিনার জেফরে ভ্যান্ডার্সেকে দলে নেয়া হয়েছে। হাঁটুর ইনজুরির জন্য নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তুখোড় তারকা মালিঙ্গা। ভ্যান্ডার্সের অন্তর্ভুক্তিতে বর্তমান টি২০ বিশ্বকাপে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার স্পিন বোলিং আরও শক্তিশালী হলো। আগে থেকেই দলে রয়েছেন রঙ্গেনা হেরাথ ও সচিত্র সেনানায়েকে। মালিঙ্গা সরে যাওয়ায় বর্তমানে পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন দুশমান্থ চামিরা, নুয়ান কুলাসেকারা ও সুরাঙ্গা লাকমল। আছেন অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুসও। গত জুলাইয়ে পাকিস্তনের বিপক্ষে ভ্যান্ডার্সের আন্তর্জাতিক টি২০তে অভিষেক হয়। এ পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছেন তিনি। এশিয়া কাপে দলের সঙ্গে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি।
×