ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উন্নত চিকিৎসায় সহায়তার আবেদন ॥ আইসিইউতে শিল্পী ইতি

প্রকাশিত: ০৪:৪০, ২০ মার্চ ২০১৬

উন্নত চিকিৎসায় সহায়তার আবেদন ॥ আইসিইউতে শিল্পী ইতি

স্টাফ রিপোর্টার ॥ চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত উদীয়মান কণ্ঠশিল্পী রোমানা আক্তার ইতি মৃত্যুপথযাত্রী। রাজধানীর পান্থপথের গ্যাস্ট্রোলজি হাসপাতালে চিকিৎসাধীন ইতির জীবনের সবচেয়ে কঠিন সময় কাটছে। জানা গেছে ইতি লিভারে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে পাঁচদিন ধরে ইতির চিকিৎসা চলছে। জানা গেছে, তার লিভারে ছিদ্র ধরা পড়েছে। এ জন্য তার রক্তক্ষরণ হচ্ছে। পারিবারিক সূত্রে জানা গেছে, চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া মেধাবী এই গায়িকার চিকিৎসা বেশ ব্যয়বহুল। এ অবস্থায় অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে। পরিবার থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সবার সহযোগিতায় ইতি আবার গানের জগতে ফিরবেন এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে সঙ্গীতপ্রেমী অনেকেই শুরু থেকে ইতির পাশে দাঁড়িয়েছেন। তার জন্য ও-পজিটিভ রক্তের দরকারে এগিয়ে গেছেন কেউ কেউ। সঙ্গীতশিল্পীদের সংগঠন আরওয়াইএমবি ইতির সাহায্যে এগিয়ে আসার উদ্যোগ নিয়েছে। ইতির চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা- মো. আবদুল বারী, এ্যাকাউন্ট নম্বর ২৩৬১০ রাজশাহী শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
×