ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্তির নামে টাকা আত্মসাত

প্রকাশিত: ২৩:৩৩, ২০ মার্চ ২০১৬

বরিশালে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের তালিকাভূক্তির নামে  টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও দীর্ঘদিন পর্যন্ত তালিকাভূক্ত হতে না পারা অসংখ্য মুক্তিযোদ্ধার কাছ থেকে তালিকাভূক্তির নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর স্বাক্ষর স্ক্যান করে গেজেটভুক্ত হওয়ার আগেই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার কর্তৃক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সনদ ও সাময়িক সনদপত্র প্রদান করার অভিযোগ রয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার। এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু বলেন, এখনও উপজেলার অসংখ্য প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকাভূক্ত হতে পারেননি। সরকারি নিয়ম অনুযায়ী গেজেটভূক্ত হওয়ার তিন বছর পর মুক্তিযোদ্ধা সাময়িক সনদ পেয়ে থাকেন। সেখানে আনোয়ার হোসেন কিভাবে গেজেটভূক্ত হওয়ার আগেই সাময়িক সনদ দিয়েছেন তা আমার বোধগম্য নয়। তিনি আরও বলেন, তালিকাভূক্ত হতে পারেননি এমন অসংখ্য মুক্তিযোদ্ধার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার ব্যাপারে প্রায় প্রতিদিনই আনোয়ার হোসেনের বিরুদ্ধে কমান্ডে একাধিক অভিযোগ আসছে। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে হাতিয়ে নেয়া অর্থ ফেরত দেয়ার জন্য তাকে (আনোয়ার হোসেন) নির্দেশ দেয়ায় সে পুরো কমান্ডের ওপর ক্ষিপ্ত হয়ে এখন কমান্ডে আসা বন্ধ করে দিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে বলেও তিনি (বুলেট ছিন্টু) উল্লেখ করেন। অভিযোগের ব্যাপারে আনোয়ার হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
×