ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে ২টি পৌর নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষে আহত-১৫

প্রকাশিত: ০২:০৫, ২০ মার্চ ২০১৬

কক্সবাজারে ২টি পৌর নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষে আহত-১৫

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে চকরিয়া ও মহেশখালী পৌরসভা নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫জন আহত হয়েছে। চকরিয়া পৌরসভা নির্বাচনে আ’লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থিতদের মধ্যে এবং মহেশখালী উত্তরঘোনা পাড়া কেন্দ্রে পুলিশের সঙ্গে স্থানীয়দের পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। মহেশখালীতে ৩জন গুলিবিদ্ধ ও চকরিয়ায় ইটপাটকেলে আহত হয়েছে ১২জন ভোটার ও কাউন্সিলর প্রার্থী। সকাল ১১টায় চকরিয়া ৮নং ওয়ার্ডে চিরিঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আ’লীগ ও বিএনপি সমর্থিত ২ কাউন্সিলর প্রার্থী যথাক্রমে মুজিবুর রহমান ও শহিদুল ইসলাম ফোরকানের সমর্থিত ভোটারদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। বিকেল সাড়ে তিনটায় মহেশখালী উত্তরঘোনা পাড়া কেন্দ্রে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ-বিজিবি ও র‌্যাব ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চকরিয়া ও মহেশখালী পৌরসভায় প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ব্যাপক উৎসাহ-উদ্দীপণা নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেখা গেছে।
×