ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১ এপ্রিল থেকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ নিষিদ্ধ

প্রকাশিত: ০৩:৫৯, ২১ মার্চ ২০১৬

১ এপ্রিল থেকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ নিষিদ্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ১ এপ্রিল থেকে হাজারীবাগে কোন কাঁচা চামড়া প্রবেশ করতে দেয়া হবে না। রবিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর দূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, নৌবাহিনী প্রধান ভাইস এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় উপস্থিত ছিলেন। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর দূষণরোধে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ গ্রহণ করা হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কাজের মধ্যে সমন্বয় সাধন করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয় ‘লিড মিনিস্ট্রি’ হিসেবে কাজ করবে। সভায় সিদ্ধান্ত হয়, নদীর দখল ও দূষণরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এনফোর্সমেন্ট জোরদার করতে হবে। সভায় জানানো হয়, বাংলাদেশ নৌ-বাহিনী নদীর দখল ও দূষণরোধ বিষয়ে আগামী এক মাসের মধ্যে একটি কনসেপ্ট পেপার তৈরি করবে এবং সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সভায় আরও জানানো হয়, নদী দূষণের অন্যতম কারণ হলো শিল্প বর্জ্য, যা শতকরা ৬০ ভাগ। এর মধ্যে ট্যানারির বর্জ্য ৪০ ভাগ। হাজারীবাগের ট্যানারির বর্জ্য যাতে নদী দূষণ করতে না পারে সেজন্য হাজারীবাগের ট্যানারি মালিকদের তাদের জন্য নির্ধারিত সাভারের শিল্প নগরীতে দ্রুত চলে যেতে হবে।
×