ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভূগোল ও পরিবেশ

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০৯, ২১ মার্চ ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

১. মেয়াফিস ও থেবস নগরী কোন সময়ে উৎপত্তি হয়েছিল? ক) খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ খ) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ গ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ ঘ) খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দ ২. বায়োগ্যাস আমাদের দেশে সম্ভাব্য জ্বালানি – র. গ্রাম অঞ্চলেও চালু করা যাবে রর. সব অঞ্চলেই করা যাবে ররর. উৎপাদন খরচ কম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩. স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৪. বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত ভাগ? ক) ২০ ভাগ খ) ২১ ভাগ গ) ২২ ভাগ ঘ) ৭৬ ভাগ ৫. বিশ্বের বিভিন্ন শহরে উচ্চ অট্টালিকা তৈরি হচ্ছে- র. প্রাকৃতিক ভিন্নতাকে প্রয়োগ করে রর. আধুনিক নকশা প্রয়োগ করে ররর. আধুনিক নির্মাণ সামগ্রী প্রয়োগ করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৬. উষ্ণ ও শীতল স্রোত মিলনের ফলাফল- র. ঘন কুয়াশা রর. ঘূর্ণিবাত ররর. ঝড় ঝঞ্চা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৭. ছায়াপথকে বিজ্ঞানীরা কেমন অনুমান করেন? ক) সর্পিলাকার মন্ডল খ) উপবৃত্তাকার মন্ডল গ) চক্রাকার মন্ডল ঘ) সরল রৈখিক মন্ডল ৮. নিচের কোনটি শিল্প গড়ে ওঠার নিয়মক নয়? ক) মূলধন খ) শক্তি সম্পদের সান্নিধ্য গ) শ্রমিক স্বল্পতা ঘ) বাজারের সান্নিধ্য ৯. নদীভাঙন বাংলাদেশে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হওয়ার কারণ – র. দেশের স্বল্প আয়তন রর. বর্ষাকালে এর করাল গ্রাস ররর. গৃহহীন হয়ে পড়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. একই জমিতে কোন কোন সময় চাষ হয়? ক) বর্ষা মৌসুমে খ) সারা বছর গ) শরৎকালে ঘ) বৈশাখে ১১. পুকুরে জলজ উদ্ভিদ জন্মালে – র. পানিতে অক্সিজেনের ঘাটতি হবে রর. কীটপতঙ্গ ক্ষতিগ্রস্ত হবে ররর. ২য় ও ৩য় শ্রেণির খাদক ক্ষতিগ্রস্ত হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১২. পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ কোনটি? ক) বসতি স্থাপন খ) পরিবার গঠন গ) পেশা নির্বাচন ঘ) শিক্ষা গ্রহণ ১৩. সমভূমি থেকে মধুপুর ও ভাওয়ালের গড়ের উচ্চতা কত? ক) ৬-১২ মিটার খ) ২১ মিটার গ) ৩০ মিটার ঘ) ৩৪ মিটার ১৪. বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের নিয়ন্ত্রণ করে- র. দিক রর. গতি ররর. প্রবাহের ধরন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫. ঢাকার জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ- র. শিল্পায়ন ও নগরায়ন রর. সহজ ও সুলভ পরিবহন ররর. মনোরম পরিবেশ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) র ও ররর ঘ) রর ও ররর ১৬. ২০১২ সালে জাতীয় মহাসড়কের পরিমাণ কত? ক) ৩৫৩৮ কি.মি. খ) ৪২৭৬ কি.মি. গ) ১৩২৮০ কি.মি. ঘ) ২১০৪০ কি.মি. ১৭. কোনটি সম্পদের আওতাভূক্ত- র. যার যোগান অসীম রর. যার বিনিময় মূল্য আছে ররর. যার উপযোগিতা থাকবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৮. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? ক) বুধ খ) শুক্র গ) পৃথিবী ঘ) শনি ১৯. ভূকম্পন প্রবণতার কারণে ঢাকা শহর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে – র. পানির স্তর নিচে নেমে যাওয়ায় রর. নগর গড়ার চাপ ক্রমেই বেড়ে যাওয়ায় ররর. বিল্ডিং কোড অনুসরণ বাধ্যতামূলক করায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২০. ধূমকেতু কখন দেখতে পাওয়া যায়? ক) পৃথিবীর নিকটবর্তী হলে খ) সূর্যের নিকটবর্তী হলে গ) সূর্য থেকে দূরে গেলে ঘ) চাঁদের নিকটবর্তী হলে ২১. লালমাই পাহাড়টি বিস্তৃতি লাভ করেছে? র. লালমাই থেকে বুড়িচং রর. লালমাই থেকে পাহাড়পুর ররর. লালমাই থেকে ময়নামতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) ররর ২২. বাতাস সম্পদ নয় কেন? ক) এর কোনো উপযোগ নেই খ) এর চাহিদা যোগান অপেক্ষা বেশি গ) এর বিনিময় মূল্য অধিক ঘ) এর যোগান অসীম ২৩. অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কি বলে আখ্যায়িত করেন? ক) পৃথিবীর জ্ঞান ভান্ডার খ) পৃথিবীর জ্ঞানের আধান গ) পৃথিবীর বর্ণনা ঘ) পৃথিবীর বিজ্ঞান ২৪. বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে হ্রদের আকার ধারণ করে- র. চলনবিল রর. মাদারিপুর বিল ররর. সিলেট অঞ্চলের হাওর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৫. জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কী প্রয়োজন? ক) সম্পদের ব্যবহার খ) চাহিদা পূরণ গ) অভ্যন্তরীণ উন্নয়ন ঘ) পরিবেশের ভারসাম্য ২৬. সমুদ্র স্রোতের কারণ হলো- র. নিয়ত বায়ু প্রবাহ রর. আহ্নিক গতির প্রবাহ ররর. সমুদ্রের পানির তাপের তারতম্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭. বাংলাদেশের ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিতে কোন গাছের প্রাধান্য বেশি? ক) সেগুন খ) মেহগনি গ) কড়ই ঘ) শাল ২৮. উত্তর মহাসাগরের মহীসোপান কত কি.মি. প্রশস্ত? ক) ১২৮০ খ) ১২৮৭ গ) ১২৯০ ঘ) ১২৯২ ২৯. বায়ুমন্ডল প্রধানত কত প্রকার উপাদান দ্বারা গঠিত? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৩০. পতিভূ অনুপাতের সাহায্যে মানচিত্রের দূরত্ব যখন ১ সেন্টিমিটার তখন ভূমির দূরত্ব কত? ক) ১০০ সেন্টিমিটার খ) ১০ সেন্টিমিটার গ) ১০০০ সেন্টিমিটার ঘ) ১০০০ সেন্টিমিটার ৩১. সূর্যকিরণ সম্পদ নয় কেন? ক) বিনিময় মূল্য নেই খ) যোগান সীমিত গ) উপযোগ আছে ঘ) চাহিদা সীমাবদ্ধ ৩২. পৃথিবীর সর্বাপেক্ষা গভীরতম খাত কোনটি? ক) পোন্টারিকো খ) ম্যারিয়ানা গ) শুন্ডা ঘ) ফ্লেপোর্তা ৩৩. প্রাকৃতিক পরিবেশের মূল উপাদান হচ্ছে- র. জীব উপাদান রর. জড় উপাদান ররর. উদ্ভিদ ও প্রাণী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. কোন ধরনের নদীগুলো পলি দ্বারা আবৃত? ক) মূল নদী খ) শাখা নদী গ) উপনদী ঘ) নদীর মোহনা ৩৫. প্রধান প্রাথমিক রপ্তানি পণ্য কী? ক) হিমায়িত খাদ্য খ) কৃষিজাত পণ্য গ) বস্ত্র ঘ) সার ৩৬. বন্যার জন্য দায়ী কত শতাংশ পানি দেশের প্রধান তিনটি নদী নিয়ে আনে? ক) ৭০% খ) ৮০% গ) ৯০% ঘ) ১০০% ৩৭. যে জিনিস প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে প্রভাবিত করে তাহলো- র. রাস্তাঘাট নির্মাণ রর. অফিস আদালত নির্মাণ ররর. শহর বন্দর নির্মাণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৮. জনসংখ্যা বর্তমানে কিরূপ সমস্যা? ক) স্থানীয় খ) আঞ্চলিক গ) রাষ্ট্রীয় ঘ) বিশ্বব্যাপী ৩৯. বাণিজ্য হলো – র. মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্য রর. পণ্য দ্রব্য ক্রয়-বিক্রয় ররর. এর আনুষঙ্গিক কাজ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪০. জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়- র. জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি রর. সামাজিক ও অর্থনৈতিক জীবনে প্রভাব ররর. রাজনৈতিক কর্মকান্ড নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪১. নিচের কোন শিল্পটি বাংলাদেশে গড়ে ওঠে নি? ক) সিমেন্ট শিল্প খ) জাহাজ শিল্প গ) লৌহ ও ইস্পাত শিল্প ঘ) সিরামিক শিল্প ৪২. কোনগুলো পরিবেশের প্রধান উপাদান? ক) গাছপালা, ভূমি ও পানি খ) পানি, মানুষ ও বায়ু গ) বন, মানুষ ও বায়ু ঘ) ভূমি, পানি, বায়ু ও বনজ সম্পদ ৪৩. নিচের কোনটি নবায়নযোগ্য সম্পদের অন্তর্ভূক্ত? ক) সৌরশক্তি খ) বায়ুশক্তি গ) জলবিদ্যুৎ ঘ) সবকটি ৪৪. কোনো দেশের জনসংখ্যা সম্প্রসারণ করা যায় কীভাবে? ক) জন্মহার বৃদ্ধি করে খ) জন্মহার হ্রাস করে গ) মৃত্যু হার বৃদ্ধি করে ঘ) শিশু মৃত্যুহার হ্রাস করে ৪৫. বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য বিরাজমান? ক) পশ্চিমবঙ্গ খ) আসাম গ) মিজোরাম ঘ) ত্রিপুরা ৪৬. সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কিলোমিটার? ক) ১১.৮ খ) ২২.৮ গ) ৩৩.৮ ঘ) ৪৪.৮ নিচের উদ্দীপকটি পড় এবং চারটি প্রশ্নের উত্তর দাও: সাবিনা এবং সালমা বগুড়ার মহাস্থানগড়ে ঘুরতে গেল। সেখানে তারা কিছু ঐতিহাসিক জিনিস একটি মানচিত্রে দেখতে পেল। ঐ মানচিত্রে কিছু স্থাপত্য, পূর্বেকার ঐ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ও সীমানা দেখতে পেল। ৪৭. মেয়াফিস ও থেবস নগরী কোন সময়ে উৎপত্তি হয়েছিল? ক) খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ খ) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ গ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ ঘ) খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দ ৪৮. বায়োগ্যাস আমাদের দেশে সম্ভাব্য জ্বালানি – র. গ্রাম অঞ্চলেও চালু করা যাবে রর. সব অঞ্চলেই করা যাবে ররর. উৎপাদন খরচ কম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৯. স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৫০. বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত ভাগ? ক) ২০ ভাগ খ) ২১ ভাগ গ) ২২ ভাগ ঘ) ৭৬ ভাগ সঠিক উত্তর: ১. (খ) ২. (ঘ) ৩. (গ) ৪. (খ) ৫. (খ) ৬. (ঘ) ৭. (গ) ৮. (গ) ৯. (গ) ১০. (খ) ১১. (গ) ১২. (ক) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (ক) ১৭. (গ) ১৮. (ক) ১৯. (ক) ২০. (খ) ২১. (ঘ) ২২. (ঘ) ২৩. (ঘ) ২৪. (ঘ) ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (ঘ) ২৮. (খ) ২৯. (খ) ৩০. (ক) ৩১. (ক) ৩২. (খ) ৩৩. (ক) ৩৪. (খ) ৩৫. (ক) ৩৬. (গ) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (ঘ) ৪০. (ক) ৪১. (গ) ৪২. (ঘ) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (ক) ৪৬. (গ) ৪৭. (খ) ৪৮. (ঘ) ৪৯. (গ) ৫০. (খ)
×