ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরিজোনায় মহাসড়ক অবরোধ করে ট্রাম্প বিরোধীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১২, ২১ মার্চ ২০১৬

আরিজোনায় মহাসড়ক অবরোধ করে ট্রাম্প বিরোধীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের বাইরে এক মহাসড়কে শনিবার রিপাবলিকান দলের এগিয়ে থাকা প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় শত শত লোক। একইদিন নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের সামনেও ট্রাম্পবিরোধীরা বিক্ষোভ প্রদর্শন করে। খবর বিবিসি ও এএফপির। ফিনিক্স শহরের বিক্ষোভটি ট্রাম্পের সমাবেশমুখী ছিল। সেখানে তারা মহাসড়কটি কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়েছিল যাতে ট্রাম্প সমাবেশ করতে না পারে। টেলিভিশনের খবরে ফিনিক্সের ঘটনার ফুটেজে দেখা যায়, ‘ডাম্প ট্রাম্প’ সেøাগান লেখা প্ল্যাকার্ড হাতে বহু ট্রাম্পবিরোধী বিক্ষোভকারী মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিচ্ছেন। ফলে সেখানে দীর্ঘ সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। প্রতিবাদকারীরা মহাসড়কটি ধরে মিছিল করে সামনের দিকে এগিয়ে যায়। তারা আরিজোনার ফাউন্টেন হিলে ট্রাম্পের সমাবেশের দিকে এগোতে থাকে। ওই সময় ট্রাম্প সমাবেশস্থলে ছিলেন না। সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আরিকোপা কাউন্টি পুলিশ। নিউজ ওয়েবসাইট আরিজোনা সেন্ট্রালের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি ট্রাক প্রতিবাদকারীদের বড় একটি দলের ভেতর দিয়ে চালিয়ে নেয়া হচ্ছে। কাউন্টিটির পুলিশ বিভাগের কর্মকর্তারা ট্রাকটির সামনের রাস্তা থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দিতে তৎপরতা চালাচ্ছে।
×