ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডার্বি ম্যাচে সিটিজেনদের পরাজয়

প্রকাশিত: ২০:১৮, ২১ মার্চ ২০১৬

ডার্বি ম্যাচে সিটিজেনদের পরাজয়

অনলাইন ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে ১৮ বছরের তরুণ ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ডার্বির হাইভোল্টোজ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে ম্যানইউ। সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আতিথ্য নেয় ম্যানইউ। আর ঘরের মাঠেই সাড়ে ৫৪ হাজার দর্শকের উপস্থিতিতে পরাজয়ের স্বাদ নিতে হয় ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যদের। ম্যাচের ১৬তম মিনিটে ম্যানইউয়ের একমাত্র গোলটি করেন রাশফোর্ড। ৪-২-৩-১ ফরমেশনে ম্যানসিটির হয়ে শুরুর একাদশে মাঠে নামেন জো হার্ট, সাঙ্গা, দেমিসিলিচ, ইয়াইয়া তোরে, ফার্নান্দিনহো, নাভাস, সিলভা, রাহিম স্টারলিং আর সার্জিও আগুয়েরোর মতো তারকারা। অপরদিকে আতিথ্য নেওয়া ম্যানইউয়ের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন ৪-২-৩-১ ফরমেশনে খেলা ডি গিয়া, স্মলিং, ব্লাইন্ড, মার্কোস রোহো, স্নেইডারলিন, লিনগার্ড, মাতা, মার্শিয়াল আর রাশফোর্ডের মতো তারকারা। ম্যানচেস্টার ডার্বিতে জয় তুলে নিয়ে ম্যানইউ এখন পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। ৩০ ম্যাচে তাদের সংগ্রহ ৫০ পয়েন্ট। সর্বোচ্চ ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিচেস্টারসিটি। আর এ ম্যাচে তিন পয়েন্ট খোয়ানো ম্যানসিটি ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলেল চার নম্বরে অবস্থান করছে।
×