ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ডাকে চলছে অর্ধদিবস হরতাল

প্রকাশিত: ২১:৫৩, ২১ মার্চ ২০১৬

খাগড়াছড়িতে সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ডাকে চলছে অর্ধদিবস হরতাল

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে পাহাড়ি সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বেপরোয়া চাঁদাবাজি বন্ধ ও চিহ্নিত চাঁদাবাজদের অবিলম্বে গ্রেপ্তারসহ সকল প্রকার সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও সাজেক পর্যটন এলাকায় পর্যটকদের অব্যাহত হুমকি ও ভয় প্রদর্শনের প্রতিবাদে সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ডাকে পৌর শহরে চলছে অর্ধদিবস হরতাল। এর আগে রবিবার (গতকাল) সন্ধ্যায় খাগড়াছড়ি পৌরসভার মেয়রের কক্ষে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন মালিকদের নিয়ে আয়োজিত এক জরুরী সভায় আজ সোমবার হরতাল পালনের ঘোষণা দেন পৌর মেয়র ও জেলা সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটির আহ্বায়ক রফিকুল আলম। জেলা শহরের পৌর শহরে হরতাল চলাকালে রিকশা, টমটম বন্ধ থাকায় বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। বন্ধ ছিলো জেলা শহর থেকে আভ্যন্তরীণ সড়কের যান চলাচল। ছেড়ে যায়নি দূর পাল্লার সড়কের যান চলাচলও। পৌর শহরে খোলেনি কোন দোকান পাঠ। এছাড়া পৌর শহরে হরতাল চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের শাপলা চত্ত্বর, চেঙ্গী স্কোয়ার ও বাস টার্মিনাল এলাকায় সতর্কবস্থানে রয়েছে পুলিশ।
×