ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মান্নার জামিন নিয়ে হাইকোর্টের রুল

প্রকাশিত: ২২:৩২, ২১ মার্চ ২০১৬

মান্নার জামিন নিয়ে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হকের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। অসুস্থতা ও দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকার কারণ দেখিয়ে দুটি মামলায় মাহমুদুর রহমান মান্না জামিন আবেদন করেন। সেই আবেদনের ওপর শুনানি শেষে সোমবার এই রুল জারি করেন আদালত। মান্নার পক্ষে জামিন আবেদন শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ড. বশীর উল্লাহ। উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে মান্নাকে ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন।
×