ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোবিন্দগঞ্জে চুরি ও প্রতারণার অভিযোগে ৩ ইরানী নাগরিক আটক

প্রকাশিত: ২৩:১৬, ২১ মার্চ ২০১৬

গোবিন্দগঞ্জে চুরি ও প্রতারণার অভিযোগে ৩ ইরানী নাগরিক আটক

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের গোলেজা মার্কেটের একটি দোকানে চুরির অভিযোগে ৩ ইরানী নাগরিককে আটক করে স্থানীয় লোকজন পুলিশের কাছে সোপর্দ করে। রোববার রাতে তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে। আটককৃতরা হলেন, তেহরানের গোবাটি মহল্লার আলী আসগরের ছেলে মোঃ হাদী, কালাকুইয়ের খোদা মুরাদের ছেলে ফারজুনা, পরসিটি এলাকার আব্বাস আলী ছেলে রেজা। এই তিন নাগরিক রোববার রাতে গোবিন্দগঞ্জ শহরের গোলেজা মার্কেটের একটি দোকানে চুরি ও প্রতারণার আশ্রয় নেয় এবং এর আগেও প্রতারণা আশ্রয় নিয়েছিল বলে স্থানীয় দোকান মালিকরা জানান। প্রথমে তারা নেপালী বলে জানালেও পরবর্তীতে পুলিশের কাছে ইরানি নাগরিক বলে স্বীকার করে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাদের জেল হাজতে প্রেরণ করে। পুলিশ জানায়, আটককৃতরা সকলেই ইরানের নাগরিক তাদের শরীরের একাধিক স্থানে বিশেষ ধরণের ট্যাটু রয়েছে।
×