ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় ৬৫০ শিক্ষক এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পান নি

প্রকাশিত: ০০:১৮, ২১ মার্চ ২০১৬

কলাপাড়ায় ৬৫০ শিক্ষক এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পান নি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬৫০ জন শিক্ষক এখন পর্যন্ত তাদের ফেব্রুয়ারি মাসের বেতনভাতা পায়নি। শিক্ষকরা এজন্য শিক্ষা অফিসকে দুষছেন। তাদের গাফিলতির কারনে বেতনভাতা এখনও তুলতে পারছেন না। তারা পড়েছেন চরম অর্থসঙ্কটে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আরিফুজ্জামান জানান, নতুন পে-স্কেলে বেতনভাতা তৈরি করতে একটু সমস্যা হচ্ছে। শীঘ্রই সবাই বেতনভাতা পেয়ে যাবেন। কাগজপত্র ঠিক করে হিসাবরক্ষণ অফিসে পাঠানো হয়েছে। অপরদিকে উপজেলা হিসাবরক্ষণ অফিসসুত্রে জানা গেছে, কতিপয় শিক্ষকের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নাম-বয়স কিংবা ঠিকানার সঙ্গে সার্ভিস বুকের অসঙ্গতি দেখা দিয়েছে। তাই একটু জটিলতা হয়েছে। এছাড়া কোন সমস্যা নেই। তবে শিক্ষকরা এক ধরনের হতাশায় ভুগছেন। তাদের অভিযোগ অন্যান্য উপজেলায় নতুন স্কেলে অনেক আগেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতনভাতা তুলেছেন। ভোগান্তিতে পড়েছেন তারা। শিক্ষকরা তাদের সমস্যা নিরসনে উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
×