ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৌলভীবাজারে সিলিকা বালু উত্তোলনে ৬ মাসের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০০:৩৮, ২১ মার্চ ২০১৬

মৌলভীবাজারে সিলিকা বালু উত্তোলনে ৬ মাসের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের ছয়টি উপজেলায় রাবার ও চা-বাগানের পাহাড়ি পানির ছড়া থেকে সিলিকা বালু উত্তোলন নিয়ে ইজারা সংক্রান্ত বিষয়ে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে পরিবেশবাদী সংগঠন বেলার করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও মোঃ খসর্জ্জুামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। সেইসঙ্গে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইজারা দেয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে মৌলভীবাজারের ডিসি, এসপি, জেলা পরিবেশ অধিদফতরের কর্মকর্তাসহ ছয় উপজেলার ইউএনওদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সাঈদ আহমেদ কবীর। পরিবেশগত সমীক্ষা ছাড়াই মৌলভীবাজারের ছয়টি উপজেলায় রাবার ও চা-বাগানের ১৯টি পানির ছড়া (খাল) থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এবং ইজারা প্রদান কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে ৮ মার্চ রিট দায়ের করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
×