ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নতুন আইন কার্যকর হলেও গ্রীসের পথে শরণার্থীরা

প্রকাশিত: ০৪:০০, ২২ মার্চ ২০১৬

নতুন আইন কার্যকর হলেও গ্রীসের পথে শরণার্থীরা

নতুন আইন কার্যকর হওয়ার পরও তুরস্ক থেকে গ্রীসের উদ্দেশে পাড়ি জমাচ্ছেন শরণার্থীরা। তবে তুর্কী বন্দর ইজমিরে অবস্থানরত অনেক সিরীয় ইউরোপে যাওয়ার আশা ত্যাগ করে ইস্তাম্বুলে ফিরে যাচ্ছেন। গরম চায়ে চুমুক দিতে দিতে এক সিরীয় শিক্ষার্থী ইউসুফ ফ্রাইয়ান বলেন, কিন্তু আমি কি সেখানে থাকতে পারব, না তারাই আমাকে তুরস্কে ফেরত পাঠাবে। ইজমির থেকে শনিবার রাতে তার সঙ্গে যারা গ্রীসের পথে রওয়ানা হন তারা সবাই জানেন যে, তারা এই নতুন চুক্তি কার্যকর করার পরীক্ষার গিনিপিগ। ইইউ ও তুরস্কের মধ্যে শুক্রবার চুক্তির পর গ্রীক দ্বীপগুলোতে শনিবার মধ্যরাতের পর পৌঁছানো প্রায় সব নতুন শরণার্থীকে তুরস্কে ফেরত পাঠানো হবে। -গার্ডিয়ান অফিসে স্মার্টফোন নয় কাজাখস্তানে সরকারী কর্মকর্তা-কর্মচারী ও দর্শণার্থীদের সরকারী ভবনে ঢোকার সময় তাদের স্মার্টফোন বাইরে নির্দিষ্টস্থানে রেখে যেতে হবে। ২৪ মার্চ থেকে দেশটিতে এই নতুন নিয়ম জারি হওয়ার কথা রয়েছে। ফাঁস হওয়া লিখিত একটি নির্দেশনা থেকে এ কথা জানা গেছে। সরকারের স্পর্শকাতর গুরুত্বপূর্ণ নথি ফাঁস হওয়া ঠেকাতেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে। -ওয়েবসাইট পোলিও টিকা খাওয়াতে অস্বীকৃতি পাকিস্তানে চলতি বছরে তৃতীয় অভিযানে ৯৭ শতাংশ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়েছে। তবে ৪৬ হাজার ৯৬৭ শিশুর পিতামাতা এই টিকা খাওয়াতে অস্বীকৃতি জানায়। গত বছরের অক্টোবরে ব্রিটেনে এক বৈঠকে পোলিও বিষয়ক ইন্ডিপেনডেন্ট মনিটরিং বোর্ড (আইএমবি) পেশোয়ার উপত্যকা ও ফাতাকে পোলিও সংক্রমণের কেন্দ্রবিন্দু বলে ঘোষণা দিয়েছে। বিশ্বের একমাত্র দুটি দেশ, পাকিস্তান ও আফগানিস্তানে নিয়মিত পোলিও আক্রান্তের কথা জানা যায়। পোলিও টিকা কর্মসূচীর আওতায় করাচিতে এক শিশুকে টিকা খাওয়াচ্ছেন এক স্বাস্থ্যকর্মী।-ডন ও এএফপি
×