ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল

প্রকাশিত: ০৬:২৯, ২২ মার্চ ২০১৬

তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল

১মোঃ মামুন রশীদ ॥ আজ থেকে ১৬ বছর আগে ঠিক এমনটাই ঘটেছিল। শোয়েব আখতারের নাম শুনলেই আতঙ্কে বুক হিম হয়ে যেত বিশ্বের তাবত সেরা ব্যাটসম্যানদের। অস্বাভাবিক গতিটাই এ ভয়ের মূল কারণ। সেই শোয়েব আখতার ১৯৯৯ সালের ৩০ ডিসেম্বর নিষিদ্ধ হয়েছিলেন। কিন্তু ১০ দিন পরেই সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কূটনৈতিক যোগাযোগের কারণে। বাংলাদেশ দলের অন্যতম গতিধর বোলার তাসকিন আহমেদও নিষিদ্ধ হয়েছেন। তাসকিনের ত্রুটিযুক্ত এ্যাকশন কোন কোন ডেলিভারিতে সেটার উল্লেখ নেই। এ কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) দারুণ তৎপর হয়ে উঠেছে। রবিবারই এই নিষেধাজ্ঞার ব্যাপারটি বোলিং এ্যাকশন পরীক্ষায় ভুলত্রুটির কারণে হয়েছে সেটা উল্লেখ করে পুনর্বিবেচনার জন্য আইসিসির কাছে বিসিবি সভাপতির পক্ষে মেইল পাঠানো হয়েছে। আর সোমবার রিভিউয়ের জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে পিটিশন দায়ের করা হয়েছে। আইসিসি জবাবে জানিয়েছে আইন পরামর্শকদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত জানাবে তারা। সোমবার সন্ধ্যায় দৈনিক জনকণ্ঠকে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী পরিচালক নিজামউদ্দিন চৌধুরী সুজন। অর্থাৎ সবকিছু দেখে শুনে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে দ্রুতই ফিরে আসাটা বিলম্বিতই হলো তাসকিনের। তাসকিনের জন্য সমবেদনা জানিয়েছেন সাবেক পাকিস্তানী স্পিডস্টার শোয়েব এবং অস্ট্রেলিয়ান তারকা ইয়ান চ্যাপেলও। তাসকিনের বিষয়ে বিসিবি সভাপতি সরাসরি আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এবং সিইও ডেভ রিচার্ডসনের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছিলেন। নিষেধাজ্ঞার ত্রুটি তুলে ধরে সেটা পুনর্বিবেচনার জন্যও তাদের অনুরোধ করেছিলেন। বিসিবির আইন পরামর্শক মুস্তাফিজুর রহমান এমনকি এই ত্রুটিজনক সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করারও আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সেসব দীর্ঘমেয়াদী ব্যবস্থা। সে কারণে কূটনৈতিকভাবেই এগিয়ে যাওয়ার পথ নিয়েছিল বিসিবি। কারণ ঠিক এভাবেই শোয়েবের নিষেধাজ্ঞা দ্রুতই উঠে যাওয়ার পেছনে ভূমিকা রাখতে পেরেছিল পিসিবি। তাসকিনেরও সময় লাগবে সেটা সোমবার তাদের পাঠানো জবাবেই পরিষ্কার। কারণ আইসিসি তাদের পরামর্শকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে। এরপর নতুন করে আবার তাসকিন, বিসিবি এবং যারা পরীক্ষা নিয়েছেন তাদের শুনানি অনুষ্ঠিত হবে। বিসিবি রবিবার শক্ত অবস্থানে গিয়ে জোর তৎপরতা শুরু করলেও সোমবার রিভিউ পাঠানোর কারণে এখন তাসকিনের নিষেধাজ্ঞার ফয়সালাটা বিলম্বিতই হবে। এমনটাই নিজামউদ্দিন চৌধুরীর কণ্ঠেও শোনা গেল। তিনি বলেন, ‘আমরা আজ (সোমবার) রিভিউয়ের জন্য আবেদন করেছি। সেটার জবাবে তারা বিষয়টি দ্রুতই পর্যালোচনা করে আমাদের করণীয় বিষয়ে জানাবে। এর আগে আসলে আমরা কিছুই বলতে পারছি না আপাতত। যাবতীয় কাগজপত্র, আমাদের পর্যবেক্ষণ ও আইসিসির ব্যাখ্যার বিরুদ্ধে আমাদের অবস্থান লিখিতভাবে তুলে ধরা হয়েছে।’ তিনি জানিয়েছেন আইসিসি ইতোমধ্যেই একটি টেকনিক্যাল কমিটিও গঠন করেছে যারা পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দেবে। শুধু বাংলাদেশ দল, ক্রিকেট বোর্ড এবং এ দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেই নয় সারাবিশ্বের সাবেক ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যেও এখন বিষয়টি অযৌক্তিক এবং অনৈতিক বলে মনে হচ্ছে। তাসকিনের নিষেধাজ্ঞাটা পরে হলেও চলতো। স্পিডস্টার শোয়েব আখতার সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারছেন তাসকিনের বিষয়টি। এ বিষয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘তাসকিনের জন্য সত্যিই খুব খারাপ লাগছে। আশাকরি ও দ্রুত আইসিসি থেকে ছাড়পত্র পেয়ে যাবে। কারণ ও ক্রিকেট বিশ্বের জন্যই বড় সম্পদ।’ ধারাভাষ্যকার হিসেবে এশিয়া কাপে এসেছিলেন শোয়েব। সে সময় তাসকিনকে কাছে ডেকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলেছিলেন। নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে বেশ কিছু টিপসও দিয়েছিলেন। ক্যারিয়ারে শোয়েব নিজের বোলিং এ্যাকশনের জন্য এসিড টেস্টের ভেতর দিয়ে গেছেন। তার এ্যাকশন নিয়েও প্রশ্ন ছিল। সেই সব প্রশ্ন শোয়েব গুঁড়িয়ে দিয়েছেন দুরন্ত গতি আর ভয়ানক সব ইয়র্কার দিয়ে। শোয়েবের প্রত্যাশা তাসকিনও এই কঠিন পরীক্ষা থেকে সফল হয়ে ফিরবেন। এছাড়া তাসকিন ও আরাফাত সানির নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে দারুণ হতাশ হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ইয়ান চ্যাপেল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এর পেছনে কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। এ দুজন টুর্নামেন্টে ভাল করছিল। তাদের বিপক্ষে বিশ্বকাপের আগে বা পরে ব্যবস্থা নেয়া যেত। টুর্নামেন্টের মধ্যপথ থেকে বাদ দেয়া অত্যন্ত রূঢ় সিদ্ধান্ত। বাংলাদেশের জন্য আমার সমবেদনা থাকল। দুই গুরুত্বপূর্ণ বোলারকে হারানোর ক্ষত কাটিয়ে ওঠা তাদের জন্য খুবই কঠিন।’
×