ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানহানির অভিযোগ

জনকণ্ঠ সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৭:৪৬, ২২ মার্চ ২০১৬

জনকণ্ঠ সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতির মানহানির অভিযোগে এক আইনজীবীর দায়ের করা মামলায় দৈনিক জনকণ্ঠ সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিচারক আগামী ১৭ এপ্রিল পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন। সোমবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এ আদেশ দেন। এই তিনজন হলেন জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ (এম এ খান মাসুদ), উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়। আদালতের সমনে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। গত ২২ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন বার এ্যাসেসিয়েশনের সাবেক সভাপতি আরফান উদ্দিন খান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জনকণ্ঠ সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে প্রধান বিচারপতির মানহানির অভিযোগে মামলার আবেদন করেন।
×