ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতের একটি গ্রামে হাতির তান্ডবে ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ১৮:৪৬, ২২ মার্চ ২০১৬

ভারতের একটি গ্রামে হাতির তান্ডবে ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক॥ ভারতের পূর্বাঞ্চলের একটি গ্রামে বন্য হাতির আক্রমণে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার স্থানীয় এক কর্মকর্তা একথা বলেছেন। চারটি হাতি গ্রামবাসীদের ওপর আক্রমণ করে। এই ঘটনায় অপর এক গ্রামবাসী গুরুতর আহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। পাল থেকে ওই হাতি চারটি বিচ্ছিন্ন হয়ে রোববার সকালে পশ্চিমবঙ্গ রাজ্যের ভাতার গ্রামে প্রবেশ করে। পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে ওই গ্রামবাসীরা মারা যান। পাথর ছুড়ে মারায় হাতিগুলো ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। গ্রামবাসীরা হাতিগুলো লক্ষ্য করে পাথর ছুড়ে ভয় দেখাতে চাইছিল। বর্মণ বলেন, খবর পেয়ে বন কর্মকর্তারা ঘুম পাড়ানি বন্দুকের গুলি ছুড়লে একটি পুরুষ হাতি মারা যায়। তিনি আরো বলেন, অপর তিনটি হাতি পালিয়ে যায়। এগুলোর মধ্যে একটি মাদী হাতি ও দুটি বাচ্চা হাতি।
×