ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাসকিন-সানিকে নিষিদ্ধের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

প্রকাশিত: ২১:৪৩, ২২ মার্চ ২০১৬

তাসকিন-সানিকে নিষিদ্ধের প্রতিবাদে  ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন ক্রিকেট সমর্থক গোষ্টি। সকালে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে ঠাকুরগাঁও ক্রিকেট সমর্থক গোষ্টির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঠাকুরগাঁও ক্রিকেট সমর্থক গোষ্টির সাথে একাত্ব ঘোষনা করে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারহাত আহমেদসহ বাংলাদেশ ক্রিকেট টিমের প্রায় ৫ শতাধিক ভক্ত। এ ক্রিকেট ভক্তদের ওই কর্মসূচি থেকে শ্লোগান ওঠে- ‘তাসকিন-সানি নিষিদ্ধ হলে অশ্বিন-বুমরা কেন নয়?’ কারও কারও হাতে ছিল -‘কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না’, ‘সেভ ক্রিকেট ফ্রম আইসিসি’, ‘আই এম তাসকিন, আই এম সানি, ইউ ক্যান ব্যান মি, ক্যাননট ডেসট্রয়’ লেখা প্ল্যাকার্ড। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ‘আইসিসি’ লেখা একটি কুশপুতুল দাহ করা হয়।
×