ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

প্রকাশিত: ২২:৩৮, ২২ মার্চ ২০১৬

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর  যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় প্রদান করেন। রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, জেলার নাগরপুর উপজেলার আটাপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে বুদ্দু মিয়া বাদশার সাথে ফরিদা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর স্বামী বুদ্দু মিয়া ৫০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী ফরিদা খাতুনকে চাপ দেয়। পরে বিগত ২০১৩ সালের ৮ জুলাই ভোরে অভিযুক্ত স্বামী বুদ্দু মিয়া বাদশা গলাটিপে ফরিদা খাতুনকে হত্যা করে। এ হত্যার ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল মালেক বাদি হয়ে নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। অভিযুক্ত আসামী বুদ্দু মিয়া বাদশা বর্তমানে টাঙ্গাইল জেলহাজতে রয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি একেএম নাসিমুল আক্তার এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আব্দুর রাজ্জাক।
×