ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে শিক্ষার মান নিন্মগামী হওয়ায় ক্ষোভ

প্রকাশিত: ২৩:০৮, ২২ মার্চ ২০১৬

জয়পুরহাটে শিক্ষার মান নিন্মগামী হওয়ায় ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জেলার শিক্ষার মান উন্নয়নে জনপ্রতিনিধি, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জয়পুরহাট সার্কিট হাউসে এই সভায় শিক্ষার উন্নয়ন বিষয়ক আলোচনার সুত্রপাত করেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। খোলামেলা আলোচনায় বিভিন্ন বক্তা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান ক্ষুন্ন হওয়ার প্রধান কারন হিসাবে চিহ্নিত করেন ক্লাসের বাহিরে কোচিং সেন্টারে পড়াশোনা, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির তদারকির অভাবসহ সরকারী নীতিমালা না মেনে চলার বিষয়কে তুলে ধরেন। এসব সমস্যা সমাধানকল্পে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে শিক্ষার জন্য কয়েকটি সুপারিশ করা হয়। আগামী মাসে এ সমস্ত বিষয় নিয়ে আরো আলোচনার জন্য প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত হয়। সার্কিট হাউসের এই সভায় জেলা প্রশাসক আব্দুর রহিমের সভাপতিত্বে খোলামেলা আলোচনায় অংশ নেয় পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আর ফারুক, আক্কেলপুর পৌরসভার মেয়র অবসর চৌধুরী, পাঁচবিবি মেয়র হাবিবুর রহমান হাবিব, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, আক্কেলপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোখছেদ আলী মন্ডল, কালাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ দাস, মায়ের আঁচল পত্রিকার সম্পাদক নৃপেন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক মোস্তাকিম ফাররোখ, আসাদুল ইসলাম, জয়পুরহাট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর আলী, কালাই মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, দোগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন প্রমুখ।
×