ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

প্রকাশিত: ০০:১৫, ২২ মার্চ ২০১৬

বরিশালে পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোটের প্রতিবাদ করায় সৃষ্ট গোলযোগের কারণে জেলার পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ওই ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন অভিযোগ করেন, আ’লীগের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান খোকনের কর্মীরা ভোট শুরুর আধ ঘণ্টার মধ্যে পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে জাল ভোট দিতে থাকে। প্রতিবাদ জানালে তাকে মারধর করে বের করে দেয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে বিষয়টি জানালে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসাদুজ্জামান জানান, কিছুটা গোলযোগের কারণে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। এছাড়া ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে জেলার বানারীপাড়া উপজেলার ইন্দেরহাওলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম। উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সাতলা ইউনিয়নের জামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। জাল ভোট দেয়ার অভিযোগে এ দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি নুরুল ইসলাম। এছাড়া মেহেন্দীগঞ্জের চাঁনপুর ইউনিয়নের একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
×