ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন॥ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ

প্রকাশিত: ০০:২১, ২২ মার্চ ২০১৬

ঝালকাঠিতে ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন॥ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ৩২টি ইউনিয়নের মধ্যে তফসীল ঘোষিত ৩১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ কর হয়েছে। তবে ঝালকাঠি সদর উপজেলার ৩ নং নবগ্রাম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড কালিয়ান্দার কেন্দ্রে ২ জন ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংগর্শে আবুল কাশেম সিকদার(৬০) নামের একজন প্রতিপক্ষের আঘাতে আহত হয়ে মারা গেছে এবং আরও ১০ জন আহত হয়েছে। বেলা ১ টায় এই ঘটনা ঘটেছে। নিহত আবুল কাশেম সিকদার এই ওয়ার্ডের তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থী চুন্নু সিকদারের ভাই। প্রতিদ্বন্দি ফুটবল মার্কার ইউপি সদস্য প্রার্থী সজিব হোসেন তার কর্মী সমর্থকদের নিয়ে ভোট কেন্দ্রে দখল করতে এলে চুন্নু সিকদারের কর্মী সমর্থকরা বাধা দেয় এবং এ নিয়ে সংঘর্ষ ঘটে। এতে আবুল কাশেম সিকদার নিহত হয় এবং অন্যরা আহত হয়। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বেলা ১ টায় একই ইউনিয়নের কাফুরকাঠী ভোটকেন্দ্রে আনসারের হাত থেকে রাইফেল পরে গিয়ে গুলি বেরহয়ে যায় এবং এই গুলির আঘাতে গৌরঙ্গ হালদার গুরুতর আহত হয়। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে আনার পরে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া, জেলার ২-১টি ছোট ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
×