ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুলিশের নির্দেশনা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত: ০০:২২, ২২ মার্চ ২০১৬

পুলিশের নির্দেশনা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার ॥ বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জারি করা এক নির্দেশনা স্থগিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, এসএম এনামুল হক ও অমিত দাস গুপ্ত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটের উপর শুনানি হতে পারে। রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে বিবাদী করে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ (নিয়ন্ত্রণ ও নির্দেশনা) বিধিমালা-২০০৬ এর ৪ এর খ ধারায় বলা হয়েছে, মহানগরীর কোনো এলাকাতে কোনো অপরাধ ঘটলে পুলিশ দ্রুত যেকোনো পদক্ষেপ নিতে পারে। এই বিধানবলে বাড়ির মালিকের মাধ্যমে ভাড়াটিয়ার ব্যক্তিগত যাবতীয় তথ্য চেয়ে ফর্ম বিলি করছে। কিন্তু এই বিধান এর ক্ষমতাবলে একজন ব্যক্তির সকল ব্যক্তিগত তথ্য পুলিশ চাইতে পারে না। কারণ ওই ধারায় বলা হয়েছে; কোনো অপরাধ সংঘঠিত হলে পুলিশ দ্রুত যেকোনো পদক্ষেপ নিতে পারবে। এতে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। যা সংবিধানের সাংঘর্ষিক বলে জানান, রিট আবেদন কারীর আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক।এর আগে গত ১৩ মার্চ ঢাকা মহানগর এলাকায় বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করার নির্দেশনা চেয়ে অপর একটি রিট খারিজ করে দেন হাইকোর্ট।
×