ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিবিএস-এর প্রেসে পোস্টার ছাপাতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ল কর্মচারী

প্রকাশিত: ০১:১১, ২২ মার্চ ২০১৬

বিবিএস-এর প্রেসে পোস্টার ছাপাতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ল কর্মচারী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রেসে নির্বাচনী পোস্টার ছাপাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এক কর্মচারী। তাকে সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহিত দেয়া হয়েছে। সম্প্রতি বিবিএস এর প্রেস-এ ইউপি নির্বাচনের পোস্টার ছাপাতে গিয়ে রিপ্রডাকশন, ডকুমেন্টেশন এন্ড পাবলিকেশন (আরডিপি) শাখার টেকনিক্যাল অপারেটর মোঃ মোশারেফ হোসেন তালুকদার প্রশাসন শাখার কর্মকর্তাদের হাতে ধরা পড়ে। বর্তমানে চাকরি থেকে সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন এবং অপর সন্দেহভাজন ০৪ (চার) সহযোগীকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। সূত্র জানায়, আরডিপি-র টেকনিক্যাল অপারেটর মোঃ মোশারেফ হোসেন তালুকদার গোপনভাবে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাড়িয়াল উইনিয়ন পরিষদ নির্বাচনের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনৈক মোঃ আজিজ হাওলাদারের টিউবওয়েল মার্কার পোস্টার ছাপানোর কাজ শুরু করেন। এ সময়ে গোপনসূত্রে খবর পেয়ে মহাপরিচালক, বিবিএস-এর প্রশাসন উইংয়ের পরিচালককে বিষয়টি দেখতে বলেন। উক্ত পরিচালক তখন আরডিপি শাখার দায়িত্বপ্রাপ্ত পরিচালক মনিরুজ্জামানকে সঙ্গে নিয়ে পরিসংখ্যান ভবনের নিচ তলায় অবস্থিত প্রেস-এ উপস্থিত হয়ে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে সাথে নিয়ে তল্লাশী চালিয়ে উক্ত টেকনিক্যাল অপারেটরকে জিজ্ঞাসাবাদ ও ৭৫০ টির মত পোস্টার ও পোস্টার তৈরির কাজে ব্যবহৃত একটি প্লেট উদ্ধার করেন। এতে মহাপরিচালক সংশ্লিষ্ট কর্মচারীকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্তের আদেশ দেন এবং এ কাজে চার জন সন্দেহভাজন সহযোগীকে কারণ দর্শানো নোটিশ জারী করেন। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্তকৃত ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাউকে কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বিবিএস এর মহাপরিচালক আবদুল ওয়াজেদ ।
×