ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য সিইসির দুঃখ প্রকাশ

প্রকাশিত: ০২:১৯, ২২ মার্চ ২০১৬

নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য সিইসির দুঃখ প্রকাশ

অনলাইন রিপোর্টার ॥ প্রথম ধাপে ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। সেই সাখে নির্বাচন চলাকালে যারা আহত ও নিহত হয়েছেন তাদের প্রতিও দুঃখ প্রকাশ করেছেন (সিইসি)। মঙ্গলবার বিকেলে নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি দুঃখ প্রকাশ করেন। কাজী রকিবউদ্দীন বলেন, নোয়াখালীতে সমস্যা হয়েছে। এছাড়া সারাদেশব্যাপী বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা আমাদের নজরে এসেছে। পাশাপাশি এক আনসার সদস্য নিজের গুলিতে দুর্ঘটনাজনত মৃত্যু বরণ করেছেন। নির্বাচনে আহত ও নিহতদের প্রতি দুঃখ প্রকাশ করছি। এবার ছয় ধাপে দেশের নির্বাচন উপযোগী ইউপিগুলোর ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। মঙ্গলবার ছিল প্রথম ধাপ।
×