ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একদিন পরেই পুঁজিবাজাওে সূচকের পতন

প্রকাশিত: ০৩:৫৩, ২৩ মার্চ ২০১৬

একদিন পরেই পুঁজিবাজাওে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ মাত্র একদিন সূচকের উত্থানের পরদিনই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন ঘটেছে। এই দিন সূচকের নেতিবাচক প্রবণতার কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমেছে। শুধু তাই নয়, একদিনেই ডিএসইতে লেনদেন ২৫ শতাংশ কমে দাঁড়ায় ৩২৩ কোটি টাকায়। প্রসঙ্গত, এই সপ্তাহের প্রথম কার্যদিবস পতনে লেনদেন হওয়ার পর সোমবারে দ্বিতীয় কার্যদিবস লেনদেন হয়েছিল ইতিবাচক ধারায়। তার মাত্র একদিন পরই আবার লেনদেন হয়েছে পতনে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হয়েছে সূচকের পতনে। এদিন এ স্টক এক্সচেঞ্জে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এইদিন দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে আগের দিনের তুলনায় ১০৭ কোটি টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৩০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর। সকালে সূচকের সামান্য উত্থানের পর থেকেই সূচকের ওঠানামা চলতে থাকে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩১ পয়েন্ট কমে ৪ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৭৩ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, কেয়া কসমেটিকস, এএফসি এ্যাগ্রো বায়োটেক, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বেক্সিমকো ফার্মা, আমান ফিড, ন্যাশনাল ফিড মিল, অলটেক্স ইন্ডাস্টিজ, এমারেল্ড অয়েল এবং ওরিয়ন ফার্মা।
×