ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে সমীহ করছে ভারত

প্রকাশিত: ০৬:৩৪, ২৩ মার্চ ২০১৬

বাংলাদেশকে সমীহ করছে ভারত

স্পোর্টস রিপোর্টার, ব্যাঙ্গালুরু থেকে ॥ যতই তাসকিন আহমেদ, আরাফাত সানি দলে না থাকুক। যতই তামিম ইকবালের খেলা নিয়ে সংশয় থাকুক। ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে আছে ভাবনায়। ম্যাচটি যে টি২০। ২০ ওভারের খেলায় যে কোন দলই যে শক্তি প্রদর্শন করে দিতে পারে। হারিয়ে দিতে পারে যে কোন দলকে। ভারত পেসার আশিষ নেহরা তাই বলেই দিলেন, ‘বাংলাদেশ যে কতটা ভাল করছে, তা সবাই জানে। তারা আমাদের সঙ্গে এশিয়া কাপের ফাইনালে খেলেছে। তারা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়েছে। টি২০ ফরমেটে কোন ভরসা নেই। শেষ তিন-চার বছরের যেভাবে উন্নতি করেছে বাংলাদেশ। অবিশ্বাস্য। তাই আমাদের সেরাটা দিয়েই খেলতে হবে। বাংলাদেশের মতো দলের বিপক্ষে খেলতে গেলে কোন কিছুই সহজভাবে নেয়া যায় না।’ নেহরার কথাতেই বোঝা যাচ্ছে, বাংলাদেশকে নিয়ে কতটা ভাবনা আছে ভারতের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে ভারত আছে বিপাকে। যদিও চিরশত্রু দল পাকিস্তানের বিপক্ষে জিতেছে, এরপরও সেমিফাইনালে খেলা নিশ্চিত নয় ভারতের। আজ বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে ভারতকে। শুধু বাংলাদেশের বিপক্ষেই নয়, সেমিফাইনালে উঠতে হলে জিততে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষেও।
×