ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ার বিক্রি করবে কেয়া কসমেটিকসের উদ্যোক্তা

প্রকাশিত: ০৪:৪২, ২৪ মার্চ ২০১৬

শেয়ার বিক্রি করবে কেয়া কসমেটিকসের উদ্যোক্তা

কেয়া কসমেটিকসের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড শেয়ার বেচার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তার কাছে থাকা কোম্পানির মোট ১৫ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৫৯টি শেয়ার রয়েছে। এর মধ্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার বেচবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি আগামী ২৮ এপ্রিলের মধ্যে শেয়ারগুলো বেচতে পারবে। উল্লেখ্য, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কেয়া কসমেটিকস শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। শেয়ারপ্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার সিঙ্গার বিডির লেনদেন শুরু আজ রেকর্ড ডেটের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বিডির লেনদেন চালু হবে আজ বৃহস্পতিবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির ২৫ শতাংশ চূড়ান্তসহ মোট ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সূত্র জানায়, গত ২১ মার্চ এই কোম্পানি শেয়ারের লেনদেন স্পট মার্কেটে, ব্লক/অডলটে শুরু হয় শেষ হয় মঙ্গলবার। আর বুধবার কোম্পানিটির লেনদেন রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকে। এই কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×