ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশ বাহিনীকে নিয়ে চলচ্চিত্র ‘ঢাকা এ্যাটাক’

প্রকাশিত: ০৪:৫৭, ২৪ মার্চ ২০১৬

পুলিশ বাহিনীকে নিয়ে চলচ্চিত্র ‘ঢাকা এ্যাটাক’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে প্রথমবারের মতো পুলিশ বাহিনীকে নিয়ে নির্মিত হচ্ছে ‘ঢাকা এ্যাটাক’ নামে একটি চলচ্চিত্র। নির্মাণাধীন এ্যাকশন থ্রিলারধর্মী এই চলচ্চিত্রের সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে সম্পৃক্ত হয়েছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। গত ২১ মার্চ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং চলচ্চিত্রটির প্রযোজক ও স্পø্যাশ মাল্টিমিডিয়ার ম্যানেজিং পার্টনার কাওসার আহম্মেদ। দীপঙ্কর দীপন পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘ঢাকা এ্যাটাক’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, আফজাল হোসেন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা প্রমুখ। চলচ্চিত্রটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে মুক্তি পাচ্ছে। এরই মধ্যে মালয়েশিয়ান ডিস্টিবিউশন কোম্পানি কিউ- প্লেক্সের সঙ্গে এ বিষয়ক একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ আরও চারটি দেশের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বাঙালী অধ্যুষিত এলাকায় খুব শ্রীঘই ‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে বলে জানা গেছে। চলচ্চিত্রের কাহিনীতে উঠে আসবে পুলিশ সদস্যদের গল্প। এতে দেখানো হবে, তারাও আর সবার মতো সাধারণ একজন মানুষ।
×