ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘আদিবাসীদের কথা রাষ্ট্রকে ইতিবাচক দৃষ্টিতে শুনতে হবে’

প্রকাশিত: ০৭:১২, ২৪ মার্চ ২০১৬

‘আদিবাসীদের কথা রাষ্ট্রকে ইতিবাচক দৃষ্টিতে শুনতে হবে’

স্টাফ রিপোর্টার ॥ আদিবাসী নারী ও কন্যাশিশুদের প্রতি যে নির্যাতন নিপীড়ন হয়, তা আদিবাসীদের জন্য খুবই বেদনাদায়ক। এদেশের বৈচিত্র্যতা রক্ষা করতে হলে রাষ্ট্রকে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আদিবাসীদের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করা প্রয়োজন। বুধবার ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার রিপোর্ট-২০১৫’ প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর দি ডেইলি স্টার ভবনে কাপেং ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাপেং ফাউন্ডেশনের চেয়ারপার্সন রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, উন্নয়ন সংস্থা অক্সফামের প্রোগ্রাম ডাইরেক্টর এমবি আক্তার, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ। কাপেং ফাউন্ডেশনের ফাল্গুনী ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির ভাইস চেয়ারপার্সন চৈতালী ত্রিপুরা। অক্সফামের সহযোগিতায় কাপেং ফাউন্ডেশন প্রতিবছরের মতো আদিবাসীদের মানবাধিকার বিষয়ক বার্ষিক এই রিপোর্ট প্রকাশ করে। প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম বাংলাদেশকে একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হিসেবে দেখার স্বপ্ন নিয়ে যেখানে দেশের প্রতিটি মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি বলেন, সেই স্বপ্নগুলোকে পাশাপাশি রেখে যদি আজকের আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতির প্রতিবেদনের সঙ্গে তুলনা করি তাহলে আজকের এই অবস্থার জন্য যারা দায়ী, তারা আমাদের একাত্তরের স্বপ্নকে সরাসরি লঙ্ঘিত করছে বলেই মনে করি। তিনি আরও বলেন, আর মাত্র দুদিন পরই স্বাধীনতা দিবস আমরা পালন করব, বড় বড় বথা বলব কিন্তু লোকদেখানো এসবের সঙ্গে আমাদের অনেকেরই মনের মিল নেই। কিন্তু সত্যিকারভাবে আমরা যদি মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি সৎ থাকতে চাই, তবে মুক্তিযুদ্ধের মূল দর্শন সব মানুষের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আজকে আদিবাসীদের সার্বিক মানবাধিকার প্রতিবেদনে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো অবশ্যই রাষ্ট্রকে ইতিবাচকভাবে শুনতে হবে এবং আদিবাসীসহ দেশের আপামর জনসাধারণের মানবাধিকার রক্ষার ব্যবস্থা নিতে হবে।
×