ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৮:১৮, ২৪ মার্চ ২০১৬

রাষ্ট্রপতির সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বিমান বাহিনী প্রধান এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি ‘ফোর্সেস গোল ২০৩০’ অনুযায়ী বিমান বাহিনীর আধুনিকায়ন কর্মকা- সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর বাসসর। বিমান বাহিনী প্রধান আগামী ৬ এপ্রিল যশোরে বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে অনুষ্ঠিতব্য জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগদানের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি বর্তমান সরকারের গৃহীত ‘ফোর্সেস গোল ২০৩০’ অনুযায়ী বিমান বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে বিমান বাহিনী প্রধানকে নির্দেশনা প্রদান করেন।
×