ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশবাসীর কাছে আমি দু:খিত : মুসফিক

প্রকাশিত: ১৯:৫৩, ২৪ মার্চ ২০১৬

দেশবাসীর কাছে আমি দু:খিত : মুসফিক

অনলাইন ডেস্ক ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ভারতের বিপক্ষে এক রানে হেরে গেছে বাংলাদেশ। হেরে যাবার পর বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন একটু ‘সেন্সিবল’ খেললেই ম্যাচটি বাংলাদেশের হতে পারতো। যখন জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ তখন মুশফিকুর রহিম বড় শট খেলতে যেয়ে আউট হন। কুড়িতম ওভারের শেষ তিন বলে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমানের উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় বাংলাদেশ। ভারতের কাছে হেরে যাবার পর বাংলাদেশ দলের খেলোয়াড় মুশফিকুর রহিম তাঁর ফেইসবুক পাতায় আজ দু:খ প্রকাশ করেছেন। মুশফিকুর রহিম লিখেছেন, “আমি জানি গতকালের হারটি আপনাদের জন্য অনেক বেদনাদায়ক ছিল... কিন্তু দলের সকলেই প্রতিটি ম্যাচে নিজেকে উজাড় করে দিয়ে খেলে... তাই আমার ও দলের সবার জন্যই পরাজয়টা কষ্টকর ছিল”। “এরকম সময়ে আমার এভাবে আউট হওয়া ঠিক হয়নি... হয়তো আমার জন্যই দল হেরে গেছে... সেক্ষেত্রে দেশবাসীর কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি এটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আপনাদের মুখে আবারও হাঁসি এনে দিতে পারবো। - মুশফিকুর রহিম”। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×