ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিএসইতে দেড় ঘন্টায় ১১৯ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ২০:০১, ২৪ মার্চ ২০১৬

ডিএসইতে দেড় ঘন্টায় ১১৯ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত পতনে লেনদেন চলছে। এদিন ডিএসইতে দেড় ঘণ্টায় ১১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টি কোম্পানির শেয়ারের। আর দর কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। সকালে দরবৃদ্ধি দিয়ে শুরুর পরে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৫১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, এমারেল্ড ওয়েল, কেয়া কসমেটিকস, এএফসি অ্যাগ্রো, ডিবিএইচ, ড্রাগন সোয়েটার, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন ও বার্জার পেইন্টস।
×