ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ ছিনতাইকারী বিএনপি কর্মী মিলন আটক

প্রকাশিত: ২০:০৩, ২৪ মার্চ ২০১৬

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ ছিনতাইকারী বিএনপি কর্মী মিলন আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর চারঘাটে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো চাকুসহ একাধিক মামলার আসামী বিএনপি কর্মী ও দুর্ধর্ষ ছিনতাইকারী মিলনকে আটক করেছে পুলিশ। মিলন উপজেলার মিয়াপুর চাইপাড়া গ্রামের রইস উদ্দিনের ছেলে। বুধবার দিনগত রাতে মিলনকে তার বাড়ী থেকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, মিলন বিএনপি কর্মী ছাড়াও পেশাদার ছিনতাই চক্রের সদস্য। সে বিভিন্ন সময় বিএনপি-জামায়াতের নাশকতার সঙ্গে সরাসরি জড়িত থেকে অস্ত্র উচিয়ে মারপিট ও বিভিন্নস্থানে ছিনতাই করে আসছিল। বুধবার রাতে পুলিশ মিলনের চাইপাড়া গ্রামের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে মিলনের দেয়া তথ্যানুযায়ী তার বাড়ি থেকে একটি ওয়ান স্যুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করে পুলিশ। ওসি জানান, মিলন থানা পুলিশের তালিকাভূক্ত ছিনতাইকারী। সে নিজেকের বিএনপির ক্যাডার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ছিনতাই, নাশকতাসহ বিভিন্ন অপরাধে ৫ টি মামলা রয়েছে।
×