ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগজ্ঞের রাজাকার লিয়াকতের জামিন খারিজ

প্রকাশিত: ০০:২২, ২৪ মার্চ ২০১৬

হবিগজ্ঞের রাজাকার লিয়াকতের জামিন খারিজ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের লাখাই উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুসলীম লীগ বর্তমানে আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীর জামিন খারিজ করেছে ট্রাইব্যুনাল। আসামী পক্ষের আইনজীবী লিয়াকত আলীর জামিনের জন্য আবেদন করেন। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছেন। লিয়াকত আলী সহ দুই রাজাকরের বিরুদ্ধে হত্যা গনহত্যা লুটপাট ,অগ্নিসংযোগের মত ৬টি অভিযোগ আনা হয়েছে। হবিগঞ্জের হিন্দু অধ্যুষিত তিন টি গ্রামের মধ্যে একটি গ্রামের কোন চিহ্ন নেই। একটি প্রমের ১৪ থেকে ৩৫ বছরের হিন্দু যুবকদেরকে হত্যা করা হয়েছে। হিন্দু এলাকা ছাড়াও সেখানে আওয়ামীলীগ নেতা কর্মীদের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এই দুই রাজাকারের বাড়ি ব্রাক্ষনবাড়িয়া হলেও তারা হবিগজ্ঞের বিভিন্ন স্থানে অপরাধ করেছেন।
×