ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাকের আগুনে পুড়ে মারা গেলো চালক-সহকারী

প্রকাশিত: ০০:১৯, ২৫ মার্চ ২০১৬

ট্রাকের আগুনে পুড়ে মারা গেলো চালক-সহকারী

অনলাইন ডেস্ক ॥ কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় বালুবাহী ট্রাকের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে ট্রাকের ভেতরেই পুড়ে মারা গেছেন চালক ও হেলপার। শুক্রবার দুপুরের পরপরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জানান, দাউদকান্দির দিক থেকে আসা কুমিল্লাগামী একটি বালুবাহী ট্রাক একইমুখী আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এর পরপরই পেছনের ট্রাকে আগুন ধরে যায়। ধাক্কা লাগার পর পেছনের বালুবাহী ট্রাকের দুই পাশের দরজা আটকে যায় এবং ট্রাকটিতে আগুন ছড়িয়ে পড়ে বলেও জানান প্রতক্ষ্যদর্শীরা। আগুনে পুড়ে ট্রাকের মধ্যেই চালক ও হেলপারের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
×