ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইন না মেনে গ্যাস সংযোগ দেয়ায় ঝুঁকি

প্রকাশিত: ০৪:১৫, ২৬ মার্চ ২০১৬

আইন না মেনে গ্যাস সংযোগ দেয়ায় ঝুঁকি

আইন না মেনে গ্যাস সংযোগ দেয়ায় দুর্ঘটনার ঝুঁকিতে রাজধানীর হাজারো ভবন। আর শঙ্কা নিয়েই এসব ভবনে বাস করছেন লাখো মানুষ। বিশ্লেষকরা বলছেন, সংশ্লিষ্ট সংস্থার উদাসীনতার কারণেই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। আইনের প্রতি অবহেলার বিষয়টি ভবন মালিকরা স্বীকার করলেও তিতাস বলছে, সব কিছু হচ্ছে আইনের মধ্যেই। সম্প্রতি রাজধানীর উত্তরায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত হওয়ার পর প্রশ্ন ওঠে এ মৃত্যু দুর্ঘটনাজনিত না অবহেলার কারণে মৃত্যু। তবে যে কারণেই হোক শেষ হয়ে গেছে একটি পরিবার, মৃত্যু ঘটেছে পরিবারটিকে ঘিরে হাজারো স্বপ্নের। এখন প্রশ্ন হচ্ছে, রাজধানীর বাসা-বাড়িতে সংযোগ দেয়া বিতরণ লাইনগুলো কতটা নিরাপদ? গ্যাস সংযোগ দেয়া থেকে শুরু করে সংযোগের লাইনগুলো কতটা ঝুঁকিমুক্ত বা নিরাপদ সেটা দেখার কথা কর্তৃপক্ষের। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে সংযোগের এই পাইপগুলো বাড়ির মালিকরা বসিয়ে নিচ্ছেন যে যার মতো। আর যার কারণেই প্রায় ঘটছে দুর্ঘটনা। আর বাড়ছে ঝুঁকি। মূল সংযোগ থেকে শুরু করে অভ্যন্তরীণ লাইন সব পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সংযোগ দেয়ার উপযোগিতা নিশ্চিত করতে হবে। গ্যাস নীতিমালা ২০১৪ তে এ রকম স্পষ্ট বলা থাকলেও অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না তা। তবে বিষয়টি অস্বীকার করে তিতাস কর্তৃপক্ষ বলছেন, আইন মেনেই সবকিছু করছেন তারা। সংশ্লিষ্ট সংস্থাগুলোর এমন উদাসীনতা অব্যাহত থাকলে অচিরেই বড় কোন দুর্ঘটনা ঘটতে পরে বলে আশঙ্কা বিশ্লেষকদের। Ñস্টাফ রিপোর্টার
×