ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে বিএডিসি গোডাউন ও ওয়াপদা

প্রকাশিত: ০৪:১৮, ২৬ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরে বিএডিসি গোডাউন ও ওয়াপদা

লক্ষ্মীপুরে পাকহানাদার ও তাদের এদেশী দোসর রাজাকার ও শান্তি কমিটি লোকদের মুক্তিকামী মানুষের ওপর নির্যাতনের ভয়াবহ টর্চার সেলের মধ্যে বাগবাড়ী বিএডিসি সারের গোডাউন ও পিয়ারাপুর ব্রিজসংলগ্ন ওয়াপদা অফিস ছিল অন্যতম। নির্যাতনের পর এ দু’টি টর্চারসেলে হত্যা করা হয় মুক্তিকামী মানুষকে। তৎকালীন নোয়াখালী জেলা বর্তমান লক্ষ্মীপুর রামগঞ্জ, রায়পুর, রামগতি থানাসহ বিভিন্ন স্থান থেকে এদেশী দোসর রাজাকার ও শান্তি কমিটির সহায়তায় মুক্তিকামী নারী-পুরুষকে ধরে এনে বাগবাড়ী টর্চার সেলে নির্যাতন করা হয়েছে। ধর্ষণ করা হয় নারীদের। নির্যাতনের পর তাদেরকে সন্ধ্যার পর গুলি করে হত্যা করা হয়। পিয়ারাপুরের ওয়াপদা অফিসের কাছে আরেকটি রাজাকার ক্যাম্প করে সেখানে টর্চারসেল স্থাপন করে তারা। সে টর্চার সেলের দায়িত্বে ছিল পিয়ারাপুর সংলগ্ন এনায়েতপুর নিবাসী মওলানা আবদুল হাই। সেখানকার চিত্র আরও লোমহর্ষক। পেয়ারাপুর ওয়াপদা খালের পাশে সন্ধ্যার পর লাইনে দাঁড় করিয়ে হিন্দু মুসলিম মুক্তিকামী মানুষকে হত্যা করা হয়। -মহিউদ্দীন মুরাদ, লক্ষ্মীপুর থেকে
×