ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোয়ালমারীতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

প্রকাশিত: ০৪:২৮, ২৬ মার্চ ২০১৬

বোয়ালমারীতে   ব্যবসায়ীকে মারধরের  অভিযোগ

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৫ মার্চ ॥ বোয়ালমারী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সফিকুল ইসলাম টুলুর বিরুদ্ধে এক মাছ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ীকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আঁধারকোঠা গ্রামের ধলু রাজবংশী ওই কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে শুক্রবার দুপুরে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছে। লক্ষ্মীপুরে সংঘর্ষ ॥ গ্রেফতার ৫ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৫ মার্চ ॥ লক্ষ্মীপুর সদর হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী-পুরুষসহ ১২ জন আহত হয়েছে। পুলিশ রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে শাহজাহান হাজীসহ ৮ জনকে আটক করেছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে পুলিশ ছেড়ে দেয়। হামলার শিকার রোগী ও পুলিশ জানিয়েছে, জেলা শহরের মধ্য বাঞ্ছানগরে পুকুর থেকে বালু উত্তোলন ও ক্ষেতের আইল কাটা নিয়ে প্রথমে সংঘর্ষ ঘটে মাগরিবের নামাজের আজানের আগে। হামলার শিকার রোগীরা জানান, এদের মধ্যে হোসেন গ্রুপের নারী-পুরুষসহ ৪ জন প্রথমে সদর হাসপাতালে ভর্তির পর জরুরী বিভাগে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ মফিজ গ্রুপের সদস্যরা। এতে হাসপাতালের বারান্দায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। সংঘর্ষে গোটা হাসপাতালে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে দু’পক্ষের ৮ জনকে আটক করে সদর থানায় নিয়ে যায়। তবে জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে পুলিশ ছেড়ে দেয়।
×