ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর

প্রকাশিত: ০৪:২৯, ২৬ মার্চ ২০১৬

জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৫ মার্চ ॥ সদর উপজেলার নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে (৩১ মার্চ) ততই আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানো স্বতন্ত্র আওয়ামী লীগ প্রার্থীদের আতঙ্ক বেড়ে চলেছে। নির্বাচন অফিস ও থানা পুলিশকে বিষয়গুলো প্রার্থীরা জানালেও হুমকি ধমকি, ভাংচুরের ঘটনা কমছে না। জয়পুরহাট সদর থানায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভাদসা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের আবুল কালাম আজাদ ১৪/১৫ জন যুবলীগ নেতাকর্মীর নামে মামলা দায়ের করে। এই ঘটনায় ওই প্রার্থী বৃহস্পতিবার জয়পুরহাট প্রেসক্লাবে প্রেস কনফারেন্স করতে চাইলেও অজ্ঞাত কারণে তা বাতিল করে। একইভাবে জামালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোরশেদ আলম সরদার তার নির্বাচনী অফিস ভাংচুর, প্রচারে বাধা সংক্রান্ত বিষয়ে নির্বাচন অফিসকে লিখিত অভিযোগ দিয়েছে।
×