ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্লেনেও লাগবে সানস্ক্রিন

প্রকাশিত: ০৫:৪৮, ২৬ মার্চ ২০১৬

প্লেনেও লাগবে সানস্ক্রিন

সমুদ্র সৈকতে যেমন মাটি থেকে ৩০ হাজার ফুট ওপরেও সানস্ক্রিন ব্যবহার করা উচিত বলে মত দিয়েছেন একজন মার্কিন ত্বক বিশেষজ্ঞ। অনেকে মনে করেন, জিনিসটি কেবল খোলা মাঠে বা সৈকতের মতো উন্মুক্ত স্থানে ব্যবহারের জন্যই। কিন্তু এ্যারোপ্লেন আরোহীরা হয়ত তাদের ব্যাগে জিনিসটি রাখার প্রয়োজনীয়তা কখনই অনুভব করেনি। ত্বক বিশেষজ্ঞ মার্ক গ্লাসহোফার বলছেন, এ্যারোপ্লেন যে উচ্চতায় চলাচল করে সেখানে ব্যাপকমাত্রায় অতিবেগুনী রশ্মির (ইউভি) প্লেনকে স্পর্শ করে। জানালায় পর্দা না থাকলে আরোহীর দেহও এর সংস্পর্শে এসে থাকে। তাই সতর্কতা হিসেবে সঙ্গে সানস্ক্রিন রাখা প্রয়োজন। তিনি বলছেন, ইউভি জানালার কাঁচ ভেদ করে প্লেনের ভেতর ঢুকে পড়ে। ইউভির সংস্পর্শে আসা ত্বকে ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে। গ্লাসহোফারের মনে, যাত্রীদের চেয়ে পাইলটরা বেশি ঝুঁকির মুখে রয়েছেন। জোয়েল কোয়েন নামে আরেকজন ত্বক বিশেষজ্ঞ বলছেন, মেঘ এবং মাটিতে জমাট বাঁধা বরফ থেকে ইউভি প্রতিফলিত হয়ে থাকে। তারা উভয়ই এক্ষেত্রে প্রতি দুই ঘণ্টা পর পর এসপিএফ-৩০ সানস্ক্রিন লোশন ব্যবহারের পরামর্শ দিয়েছেন। Ñ নিউজিল্যান্ড হেরাল্ড
×