ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইডেনে আজ ভুল থেকে শিক্ষা নিতে চান মাশরাফিরা

প্রকাশিত: ১৮:০৭, ২৬ মার্চ ২০১৬

ইডেনে আজ ভুল থেকে শিক্ষা নিতে চান মাশরাফিরা

অনলাইন ডেস্ক ॥ বিশ্ব টি-টোয়েন্টি থেকে বিদায় ঘটে গিয়েছে বেঙ্গালুরুতে। কিন্তু শনিবার ইডেনে নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশ শিবিরের অবস্থা আবার গোদের উপর বিষফোঁড়ার মতো। এ দিনই আইসিসি জানিয়ে দিয়েছে, ভারতের বিরুদ্ধে স্লো ওভাররেটের জন্য অধিনায়ক মাশরাফির ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়েছে। মাশরাফির টিমকেও জরিমানা দিতে হবে ম্যাচ ফি-র ১০ শতাংশ। তবে তাদের আসল বেদনাটা তো অন্যত্র। বুধবার শেষ তিন বলে ভারতের মাটিতে প্রথম বার ভারতকে হারানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার কষ্ট যে কতটা তা আটচল্লিশ ঘণ্টা পরেও বাংলাদেশ অধিনায়কের কথায় স্পষ্ট। ক্লান্তির কারণে এ দিন সাকিব, মুশফিকুররা হোটেলেই বিশ্রামে ছিলেন। দুপুর একটা নাগাদ মহমেডান মাঠে নমাজ পড়ে হোটেলে ফিরে যান বাংলাদেশি ক্রিকেটাররা। সাংবাদিক সম্মেলনে এসেছিলেন অধিনায়ক মাশরাফি। বলেন, ‘‘বুধবার যে সুযোগ হারিয়েছি ফের তার পুনরাবৃত্তি হোক চাই না। তিন বলে দু’রান তুলতে পারিনি আমরা। ওই হারের ব্যাখ্যা হয় না।’’ মাশরাফিকে মনে করিয়ে দেওয়া হয়, চিন্নাস্বামীতে জয়ের অত কাছে এসেও হারতে হওয়ায় ইতিমধ্যেই ভারত-পাকিস্তানের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার তাঁর দলের বিরুদ্ধে সমালোচনার সুর চড়িয়েছেন। জবাবে মাশরাফি বলেন, ‘‘আমরা জিততে পারিনি। তাই এখন আমাদের সমালোচনা শুনতেই হবে। ভুলের খেসারত দিতে হচ্ছে। কাউকে জবাব দেওয়ার নেই। বরং ভুল থেকে শিক্ষা নিতে পারলে ভবিষ্যতে ম্যাচ বের করতে পারব।’’ ইডেনে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টে এ পর্যন্ত একমাত্র সব ম্যাচ জেতা দল নিউজিল্যান্ড। ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট জোগাড় করে ফেলেছেন কেন উইলিয়ামসনরা। শুক্রবার ইডেনে ঘণ্টাখানেক অনুশীলনের পর সাংবাদিক সম্মেলনে এসে কিউয়িদের ভারতীয় বংশোদ্ভুত স্পিনার ইশ সোধি বলেন, ‘‘ভারতের মাটিতে টার্নারে সাফল্য পাওয়ার পিছনে সতীর্থ স্পিনার স্যান্টনারের সঙ্গে আমার দীর্ঘদিনের মানসিক বোঝাপড়া বড় কারণ। তবে মনে হচ্ছে ইডেনে ভারত-পাক ম্যাচের মতো শনিবার বল অতটা ঘুরবে না।’’ প্রতিপক্ষ স্পিনার এ কথা বলে বেরিয়ে যাওয়ার পরেই প্রেস কনফারেন্স রুমে আগমন বাংলাদেশ ক্যাপ্টেনের। মাশরাফির সাফ কথা, ‘‘দেশের মানুষের হতাশা বুঝতে পারছি। নিউজিল্যান্ড গ্রুপে সবার আগে রয়েছে। ওদের স্পিনাররাও বেশ ভাল ফর্মে। তবু আমাদের সমর্থকদের মুখে হাসি ফোটাতে শনিবার সেরা ম্যাচটা খেলতে চাই।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×